সমুদ্রগামী জাহাজে ২৪ মাস ভয়েসসম্পন্ন/অক্ষম/অবসরপ্রাপ্ত /মৃত নাবিকের সন্তানদের “শিক্ষাবৃত্তি’র আবেদন” অনলাইনে দাখিলের নিয়মাবলীঃ
- সমুদ্রগামী জাহাজে ২৪ মাস ভয়েসসম্পন্ন/অক্ষম/অবসরপ্রাপ্ত/মৃত নাবিকের ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাকত্তোর পর্যায়ে অধ্যয়নরত সন্তানের ‘শিক্ষাবৃত্তি/শিক্ষাসহায়তা’ জন্য আবেদন করতে পারবেন;রতে পারবেন;
- নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এর ওয়েব সাইট (www.dsw.gov.bd) অথবা (http://dsw.portal.gov.bd) এ ‘‘শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন’’ লিংকটিতে ক্লিক করে শিক্ষাবৃত্তির আবেদন করতে হবে;
- ‘‘রেজিস্ট্রেশন’’ বাটনে ক্লিক করলে একটি পাতা আসবে। বৈধ সি.ডি.সি ধারী নাবিক সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য নাবিকের ধরণ ‘‘২৪ মাস ভয়েসসম্পন্ন/অক্ষম/অবসরপ্রাপ্ত /মৃত’’ এবং সিডিসি নম্বর উল্লেখ করতে হবে;
- নাবিকগণ প্রয়োজনীয় তথ্যাদি (সিডিসি নম্বর, মোবাইল নম্বর) দিয়ে ‘‘রেজিস্ট্রেশন করুন’’ বাটনে ক্লিক করার পর তাঁর মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিভিকেশন কোড যাবে। এই কোড নম্বরটি দিয়ে ‘‘যাচাই করুন’’ বাটনে ক্লিক করলে ‘‘অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ন হয়েছে’’ এই ম্যাসেজ টি দেখাবে। কোড প্রদানের সময়সীমা ৩০ সেকেন্ড অনলাইনে আবেদন করার জন্য নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরে একবারই রেজিস্ট্রেশন করতে হবে;
- ‘‘শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন’’ লিখাটিতে ক্লিক করে হোম পেইজ থেকে ‘‘লগইন’’ বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে;
- লগইন করার পর ড্যাসবোর্ড এর ‘‘আবেদনকারীর ছবি আপলোড করুন’’ বাটনে ক্লিক করে ছবি আপলোড করতে হবে;
- শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য ‘‘শিক্ষাবৃত্তির আবেদন করতে এইখানে ক্লিক করুন’’ এই লিংকটিতে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে;
- আবেদন ফরমের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে ছাত্র/ছাত্রী বিগত বাৎসরিক/বোর্ড/সেমিস্টার/টার্ম ফাইনাল যে পরীক্ষায় পাস করেছে তার মূল মার্কশীট এর ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র, আবেদনকারীর পিতার (নাবিকের) সি.ডি.সি এর সত্যায়িত ছায়ালিপির স্ক্যান কপি আবেদনপত্রের সাথে Upload করতে হবে;
- ফরম যথাযথভাবে পূরণ করে ‘‘আবেদন সংরক্ষণ ও প্রিন্ট করুন’’ বাটনে ক্লিক করে আবেদন সংরক্ষণ করে প্রিন্ট করা যাবে;
- Online-এ আবেদন পূরণ করে সকল তথ্যের সঠিকতা যাচাই করে Submit করতে হবে।
- Online-এ আবেদনপত্রে আবেদনকারী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৮০ pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
- ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KBহতে হবে।
- নাবিক সন্তানদের শিক্ষাবৃত্তি/শিক্ষাসহায়তা পাওয়ার জন্য নূন্যতম জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
- উপরোক্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা যেতে পারে।
- ক) জ জনাব জসিম উদ্দিন পাটোয়ারী, উপপরিচালক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সীম্যান্স হোস্টেল, চট্টগ্রাম। মোবাইল নং-০১৭১১-২৬৩৪৬৭।৩৪৬৭।
- খ) জনাব এ.কে.এম জহিরুল ইসলাম, সহকারী পরিচালক (চ:দা), নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম। মোবাইল নং- ০১৮১৯-২৮৯৭৪১।৮৯৭৪১।
- গ) জনাব মোহাম্মদ শরীফ উজ্জামান, প্রধান সহকারী, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, আগ্রাবাদ চট্টগ্রাম। মোবাইল নং- ০১৮১৮-৬৫৩২৫৪।৪।
- ঘ) জনাব মোঃ আফজাল উদ্দিন, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সীম্যান্স হোস্টেল, চট্টগ্রাম। মোবাইল নং- ০১৮১৯-৬২৯৫৬৭।-৬২৯৫৬৭।